মাগুরার শিশুসহ সারা দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে ব্যতিক্রম কর্মসূচি পালন করেছে তারা। এ সময় শহরের কানাইখালি এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নাটোর স্বার্থরক্ষা কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব নাহিদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব মাহমুদ চৌধুরী নিলয়, সদস্য বুশরাত জাহান বন্নী বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান উপদেষ্টা সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এজন্য নারীদের নিরাপত্তার জন্য তাইকোয়ানডো শেখার আহ্বান জানানো হয়।
পরে মানববন্ধনে প্রতীকী ধর্ষক সাজিয়ে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ করে তারা।