নাটোরে ধর্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

আইন ও আদালত
এখন জনপদে
0

ধর্ষককে ধরে রেখেছে পুলিশ আর রাজনীতিবিদ ধর্ষককে বাঁচানোর চেষ্টা করছে— এমন অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নাটোর স্বার্থরক্ষা কমিটি। সে সাথে ধর্ষণ ও ধর্ষকের বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা।

মাগুরার শিশুসহ সারা দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরে ব্যতিক্রম কর্মসূচি পালন করেছে তারা। এ সময় শহরের কানাইখালি এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নাটোর স্বার্থরক্ষা কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব নাহিদ আহমেদ, যুগ্ম সদস্য সচিব মাহমুদ চৌধুরী নিলয়, সদস্য বুশরাত জাহান বন্নী বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, বর্তমান উপদেষ্টা সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। এজন্য নারীদের নিরাপত্তার জন্য তাইকোয়ানডো শেখার আহ্বান জানানো হয়।

পরে মানববন্ধনে প্রতীকী ধর্ষক সাজিয়ে লাল কার্ড দেখিয়ে বিক্ষোভ করে তারা।

সেজু