গত ৯ মার্চ মোবাইল চুরির অপবাদ দিয়ে বাহুবল উপজেলার যমুনাবাদ গ্রামের জাহেদ মিয়াকে গাছে বেঁধে নির্যাতনের পর শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তার পরিবারের লোকজন টাকা দেওয়ার শর্তে তাকে ছাড়িয়ে এসে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
জাহেদ মিয়ার আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল জানান, জাহেদ মিয়া পেশায় দর্জি। মোবাইল চুরির অপবাদ দিয়ে যেভাবে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে তা নজিরবিহীন। বিজ্ঞ বিচারক ভিকটিমকে দেখে এবং ঘটনার গুরুত্ব বুঝে মামলাটি এফআআইআরের আদেশ দিয়েছেন।