আজ (বৃহস্পতিবার, ০১ মে) বিকেলে চট্টগ্রাম নগর বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, ‘রাখাইনে করিডোর দেয়ার কথা যারা বলছেন, তারা বুঝে বলছেন নাকি না বুঝে; সেটা জনগণ জানতে চায়। বুঝে বললে এর জন্য জবাব দিতে হবে।’
করিডোর দিয়ে জাতিকে যুদ্ধের সামনে দাঁড় করানোর পাঁয়তারা চলছে কি না, সেদিকে নজর রাখতে জনগণকে আহ্বান জানান তিনি।
ভবিষ্যতের নির্বাচিত সরকার সংসদে এই বিষয়ে আলোচনা করবে বলেও জানান আমির খসরু।
সমাবেশে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।