দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে বাবার মৃত্যু, ছেলে আহত

দিনাজপুর
রেললাইনের ওপর এলাকাবাসী, ইনসেটে আহত ছেলে
এখন জনপদে
0

দিনাজপুরের বিরামপুরে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তালিম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী ছেলে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আজ (রোববার, ১১ মে) দুপুরে বিরামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে জিআরপি পুলিশ ফাঁড়ির সাব ইনস্পেক্টর তাজরুল ইসলাম। পুলিশ জানায়,পঞ্চগড় থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশন অতিক্রম করছিল।

এসময় বসুন্ধরা এলাকা পৌঁছালে রেললাইন পার হবার সময় অজ্ঞাত ব্যক্তি ট্রেনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সাথে থাকা সাড়ে ৩ বছর বয়সী সন্তান আহত হয়। তারা শহর থেকে ঔষধ কিনে নিয়ে বাসায় ফিরছিলেন।

পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় নিহত ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা হয়। বর্তমানে নিহতের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এএইচ