জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি ৮৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এটি বিপৎসীমার ১৮২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে জেলায় ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে, দ্রুত গতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্ক আর উৎকণ্ঠায় সময় পার করছেন জেলার সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। সীমান্তবর্তী তাহিরপুর এলাকার বাসিন্দা কামাল হোসেন বলেন, ‘যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এতে আমরা অনেক আতঙ্কে আছি। বন্যা হলে আমাদের কষ্টের শেষ থাকে না।’
সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা তারেক মিয়া বলেন, ‘প্রতিনিয়ত নদ-নদীর পানি বাড়ছে। এতে আমরা প্রচুর উৎকণ্ঠায় আছি। কারণ বন্যার সুযোগ নিয়ে এখানকার দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ এখনও জেলার সকল হাওরে পানি ধারণের যথেষ্ট জায়গা আছে।’