হিলিতে বজ্রপাতে একজন নিহত, আহত ১

দিনাজপুর
হিলিতে বজ্রপাতে হতাহত
এখন জনপদে
1

দিনাজপুরের হিলিতে বজ্রপাতে তানজিলা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আবু রাহাদ সরকার (২৩) নামের আরো একজন। আজ (রোববার, ১ জুন) বিকেলে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের খাটিয়াচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন।  নিহত তানজিলা বেগম একই গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী। এ ছাড়া আহত আবু রাহাদ সরকার একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

নিহত ও আহতদের পরিবার জানায়, আজ সন্ধ্যা ৬টায় বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে যান তানজিলা বেগম। এসময় বজ্রপাতে তিনি সেখানেই মারা যান। অন্যদিকে একই গ্রামের আবু রাহাদ বাড়ির আঙ্গিনায় পাওয়ার টিলার ঢাকতে গেলে বজ্রপাতে আহত হলে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন বলেন, ‘বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।’

এসএইচ