ইতোপূর্বে গ্রাহকদের টাকা ফেরতের জন্য মানববন্ধনসহ বিভিন্ন আন্দোলন করা হয়েছে। এছাড়াও গ্রাহকরা পাওনা টাকার জন্য টাঙ্গাইল জজ কোর্টের তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন।
জানা যায়, এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা আদালতের মাধ্যমে গ্রাহকদের আপোষ মীমাংসা করে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক একটি রায় ঘোষণা করেন। সেই যুগান্তকারী রায়ের পর আদালত প্রাঙ্গণে পাওনাদারদের টাকা বুঝিয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জজ কোর্টের সরকারি কৌসুলি (পিপি) শফিকুল ইসলাম রিপন, এসডিএসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হুদা, গ্রাহক কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাম চাকলাদার, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, তৃতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের সেরেস্তদার কামরুল ইসলাম, এসডিএসের বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সুমাইয়া শিরিন, নাজমুল এগ্রো ফিশারিজ ডেইরী ফার্মের পরিচালক লে. কর্নেল (অব.) শেখ সানি মোহাম্মদ তালহা প্রমুখ।
গতকাল আজ ৬১ জন গ্রাহকের মাঝে ৩০ লাখ টাকার উপরে হস্তান্তর করা হয়। প্রসঙ্গত, ২০০০ সাল থেকে এসডিএসের কার্যক্রম বন্ধ হয়ে যায়।