মামলার তদন্তকারী কর্মকর্তা অনিক রঞ্জন দাসের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার (৫ জুন) রাতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পান্ডারাইল এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে সবুজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারী কর্মকর্তা জানান, সবুজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি ডাকাতি মামলার তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ২০২২ সালে কমলগঞ্জের লাউয়াছড়া এলাকায় সংগঠিত একটি ডাকাতির ঘটনায় তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল এবং সে মামলায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছিল সে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির জানান, ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত আমরা ৪ জনকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারে কমলগঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে।
মামলা রুজুর পর এ ঘটনায় এর আগে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার এবং লুট করা ৭টি মোবাইল এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
উল্লেখ্য, গত ৩১মে রাতে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান সংলগ্ন বাঘরাবাড়ি এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল রাস্তায় গাছ ফেলে বিভিন্ন গাড়ি থামিয়ে যাত্রী ও চালকদের মারধর করে লুটপাট করে।