ফেনী সীমান্ত দিয়ে ১১ জনকে ‘পুশ ইন’

সীমান্তে আটকরা
এখন জনপদে
0

ফেনীর ছাগলনাইয়ার মটুয়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১১ জনকে ‘পুশ ইন’ করেছে। গতকাল (বুধবার, ১৮ জুন) দিবাগত রাতে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) যশপুর বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার-২১৯১ বরাবর মটুয়া এলাকা থেকে তাদের আটক করে।

আটকদের মধ্যে একজন পুরুষ, সাতজন নারী ও তিনজন শিশু রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং বাসাবাড়ির কাজসহ বিভিন্ন কাজে দালালের মাধ্যমে চোরাইপথে ভারতে গিয়েছিলেন। পরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।

আটকদের বাড়ি ঝিনাইদহ, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়। তাদের কাছে জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ পাওয়া গেছে। প্রাথমিকভাবে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত হয়ে তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন বলেন, ‘ঘটনার পর বিএসএফকে মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে এবং লিখিত প্রতিবাদ পাঠানোর প্রক্রিয়া চলছে। সীমান্তে পুশ ইন রোধে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি এখন পুশ ইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।’

এনএইচ