নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

দুর্ঘটনায় কবলিত সিএনজি (অটোরিকশা)
এখন জনপদে
0

নওগাঁর বদলগাছী উপজেলার ভটভটি ও সিএনজি (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুইযাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছে। তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৯ জুন) দুপুর ২টায় বদলগাছী-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের চকবনমালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন বদলগাছী উপজেলার দিঘীরপাড় বৈরাগী পাড়ার কার্তিক। তিনি বদলগাছী উপজেলা একটি ছাপাখানায় কাজ করতেন। অন্য হতাহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বদলগাছী থেকে ভটভটিতে ধানের তুষ বা গুড়া নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিল। অপরদিকে সিএনজি (অটোরিকশা) জয়পুরহাট থেকে যাত্রী নিয়ে বদলগাছীর দিকে আসছিল। এসময় উপজেলার আধাইপুর ইউনিয়নের চকবনমালি নামক স্থানে ভটভটি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ভটভটি রাস্তার নিচে উল্টে পড়ে যায়। আর সিএনজি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় সিএনজিতে থাকা সবাই রাস্তায় ছিটকে পড়ে ঘনটাস্থলে দুইজন মারা যায়। আরও তিনজন গুরুতর আহত হলেও তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

বৈরী আবহাওয়ায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় যানবাহন নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় চকবনমালি গ্রামের আব্দুল হামিদ বলেন, ‘দুর্ঘটনা কীভাবে হয়েছে জানি না। তবে বিকট শব্দ পেয়ে ছুটে এসে দেখি ভটভটি রাস্তার নিচে উল্টে পড়ে আছে। সিএনজি দুমড়ে-মুড়চে রাস্তার ওপরে। আর মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এর মধ্যে দুইজন মারা গেছে। আর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ‘বদলগাছী অভিমুখী সিএনজি এবং জয়পুরহাট অভিমুখী ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ভটভটির চালকের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এসএস