পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, সকালে মাসুদ রানা ও আরেকজন সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানব কঙ্কাল ঢাকায় বিক্রির উদ্দেশ্যে রওনা দেন। মেহেরাবাড়ী এলাকায় যৌথবাহিনীর চেকপোস্টে তল্লাশির সময় তাদের আচরণ সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় সিডস্টোর বাজার এলাকা থেকে মাসুদকে আটক করা সম্ভব হয়, তবে তার সহযোগী পালিয়ে যায়।
পরবর্তীতে তল্লাশি করে মাসুদের ব্যাগ থেকে মানুষের মাথার খুলি ও অন্যান্য হাড়সহ একাধিক কঙ্কাল উদ্ধার করা হয়। পরে তাকে কঙ্কালসহ ভালুকা মডেল থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, আটককৃত ব্যক্তি কঙ্কাল বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ময়মনসিংহ ও শেরপুর জেলার কয়েকজন কঙ্কাল পাচারকারীর নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে।