উজিরপুর থানার অফিসার ইনচার্য জানান, একটি ট্রাক মাদারিপুর থেকে বেদে সম্প্রদায়ের সদস্যদের নিয়ে পিরোজপুর ভান্ডারিয়ার উদ্দেশে ছেড়ে যায়।
একপর্যায়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উজিরপুরের বামরাইলে রাস্তার পাশের একটি পুকুরে পরে যায়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, এ সময় আহত হয় আরো ৫ জন। আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।