মানিকগঞ্জে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর

মানিকগঞ্জ
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
এখন জনপদে
0

মানিকগঞ্জে বিদ্যালয়ের ক্লাশ শেষে বাড়ির ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে সৈয়দ মো. আদদ্বীন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর। আজ( শনিবার, ২৮ জুন) বেলা ১২টার দিকে শহরের খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মানিকগঞ্জে বিদ্যালয়ের ক্লাস শেষে বাড়ির ফেরার পথে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে সৈয়দ মো. আদদ্বীন (৬) নামের এক শিশুর। আজ (শনিবার, ২৮ জুন) বেলা ১২টার দিকে শহরের খালপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত আদদ্বীন মানিকগঞ্জের ঘিওর উপজেলার রামদিয়া নালীর রফিকুল ইসলামের ছেলে। আদদ্বীন শহরের কুইন্স স্কুলের প্রি-ওয়ান শ্রেণির শিক্ষার্থী। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।

পুলিশ জানায়, আজ বেলা ১২টার দিকে কুইন্স স্কুলের ক্লাস শেষে শিক্ষার্থী আদদ্বীন ও তার মা সীমা আক্তার একটি রিকশায় করে বাসায় যাওয়ার পথে খন্দকার দেলোয়ার হোসেন কলেজের সামনে বেপরোয়া ট্রাকটি (ঢাকা-৩৮৩৭) রিকশাকে সজোরে ধাক্কা দেয়। এসময় আদদ্বীন ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়।

এ সময় আশেপাশের লোকজনের সহায়তায় সীমা আক্তার আদদ্বীনকে আশংকাজনক অবস্থায় জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১২টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটিকে জব্দ করা হলেও চালক রুবেল পলাতক আছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন।’

এসএস