স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আকতার তফাদারের দোকানে নেয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। কৃষক আব্দুর রব তফাদার জমিতে পাট জাগ দিতে গেলে সেই ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
খবর পেয়ে বাবাকে বাঁচাতে গিয়ে সায়েম তফাদার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের বিল থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’