নাহিদ ইসলামের কাছে তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন।
শহীদ পরিবারের সঙ্গে আলাপচারিতা শেষে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা ও আত্মত্যাগ নিশ্চিত করা হবে। শেখ হাসিনাসহ, আওয়ামী লীগ ও পুলিশের যারা ছাত্র জনতার ওপর গুলি চালিয়েছেন, তাদের বিচার নিশ্চিত করা হবে।’
এছাড়াও জুলাই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে বাংলাদেশের সংস্কার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে শহরের সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা। এছাড়াও বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ও কিচক বন্দরে পথসভা করবে দলটি।
শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতকালে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাও উপস্থিত ছিলেন।