তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে বিজিবির সব ধরনের প্রস্তুতি আছে। ভোটের সময় সরকার ও নির্বাচন কমিশন যেভাবে নির্দেশ দিবে সেভাবে বিজিবি দায়িত্ব পালন করবে।’
সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে নতুন করে পাঁচ হাজারের মতো জনবল যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে এসময় বিজিবি মহাপরিচালক বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনেও দায়িত্ব পালন করবেন নতুন সদস্যরা।’
ভারতের পুশ ইন সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশি নাগরিক থাকলে তাদের নিয়মতান্ত্রিকভাবে ফেরত নেয়া হবে।’ এদিন, বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে ৩৬ জন নারীসহ সর্বমোট ৬৯৪ জন রিক্রুট আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে সৈনিক জীবনে পদার্পণ করেন।
এসময় নবীন সৈনিকদের উদ্দেশ্যে বিজিবি মহাপরিচালক ‘মনোবল, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দক্ষতা’ বিজিবির এ চারটি মূলমন্ত্রে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত হয়ে অর্পিত যেকোনো দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালনের নির্দেশ দেন।