নারীঘটিত অপকর্মের ভিডিও ধারণে খুন সাংবাদিক তুহিন

নিহত মো. আসাদুজ্জামান তুহিন, খুনের স্পট
অপরাধ
এখন জনপদে
0

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নেপথ্যে ‘নারীঘটিত অপকর্মের’ ঘটনা জড়িত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, চাঁদাবাজি নয়, বাদশা নামের এক ব্যক্তির ওপর হামলার ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হয়ে তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। গতকাল (বৃহস্পতিবার, ৭ আগস্ট) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন ও সদর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। তবে খুনের ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। অন্যদিকে, সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে ইট দিয়ে থেঁতলে আহতের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ৮টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন (৩৮) চাপাতির কোপে নিহত হন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক বাদশা নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করে ধাওয়া দেয়। এসময় পাশ থেকে ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা শত শত মানুষের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

আরও পড়ুন

আহত বাদশা বলেন, ‘চৌরাস্তা পার হওয়ার সময় এক নারী টাকা আদায়ের চেষ্টা করলে আমি তাকে আঘাত করি। পরে তার সঙ্গে থাকা সন্ত্রাসীরা আমাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।’

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান বলেন, ‘নিহত তুহিনের বড় ভাই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন। আহত বাদশাও মামলা করবেন।’

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রবিউল ইসলাম বলেন, ‘এক নারী ও তার চক্র বাদশাকে টার্গেট করে। বাদশা নারীর ফাঁদে না পড়ে তাকে চড় দিলে সন্ত্রাসীরা হামলা চালায়। তুহিন ভিডিও ধারণ করতে গেলে তারা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।’

আরও পড়ুন

এদিকে, সদর থানা এলাকায় সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে আহত করার ঘটনায় তার মা আনোয়ারা খাতুন বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সদর থানার ওসি মেহেদী হাসান জানান, বুধবার স্থানীয় অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ডের চাঁদাবাজির খবর সংগ্রহ করতে গেলে আনোয়ারকে টেনে হিচড়ে মারধর ও ইট দিয়ে আঘাত করা হয়। ঘটনাটি ভিডিওসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

দুই সাংবাদিককে জড়িত এই দুটি হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সহকর্মী ও স্বজনরা দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এনএইচ