চট্টগ্রামে মধ্যরাতের আগুনে পুড়েছে প্লাস্টিক ও ঝুটের ৩ কারখানা

চট্টগ্রাম
কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
এখন জনপদে
0

চট্টগ্রামের বাকলিয়ায় আগুনে পুড়ে গেছে প্লাস্টিক ও ঝুটের তিনটি কারখানা। পুড়েছে কয়েকটি বসতঘরও। গতকাল (শুক্রবার, ১৫ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর বাকলিয়া এক্সেস রোডের মোড়ে আগুনের ঘটনা ঘটে।

খবর পেয়ে তিনটি ফায়ার স্টেশন থেকে ছুটে আসে নয়টি ইউনিট। আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে অংশ নেন এলাকাবাসীও। প্রায় তিন ঘণ্টা পর ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কারখানা ও ঝুটের গুদামে জ্বলতে দেখা যায়।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, দাহ্য পদার্থ ও ঝুটের কারণে আগুন পুরোপুরি নেভানো যাচ্ছে না। এছাড়া পানির সংকটে আগুন নেভাতে বেগ পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

তবে আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এসএস