ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।
এ সময় আশপাশে থাকা নয়টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
ফায়ার সার্ভিস আরও জানায়, তাদের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যানুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ ৪৫ লাখ টাকা বলেও জানান তারা।