নেত্রকোণায় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচজন আটক

সীমান্তে কাঁটাতারের বেড়া
এখন জনপদে
0

নেত্রকোণার কলমাকান্দার গোবিন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচজনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে তিনজনকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) দুপুরে কলমাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

আটককৃতরা হলেন- নেত্রকোণার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলম মিয়া (২০), একই এলাকার অটোরিকশা চালক ইমন (২০) এবং ময়মনসিংহের মুক্তাগাছা সদরের হারুণ মিয়ার ছেলে মোনাইস ইসলাম (১৯)।

এর আগে গতকাল (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) রাতে কলমাকান্দার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুইজনকে আটক করে কচুগড়া বিওপির সদস্যরা।

এরা হলো জামালপুর সদর উপজেলার ইটাইন ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জুবায়ের হোসেন (১৯) ও নেত্রকোণার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রমজান আহমেদ (১৯)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠের মেইন পিলার নং- ১১৭৮/৪-এস সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের খবরে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এসময় বিজিবির উপস্থিতিতে তিনজন ভারতে পালিয়ে গেলেও দুজনকে আটক করে বিজিবি সদস্যরা।

আরও পড়ুন:

এ ঘটনায় শুক্রবার দুপুরে কলমাকান্দা থানায় আটককৃত রমজান আহমেদ ও জুবায়ের হোসেনকে হস্তান্তর করে কচুগড়া বিওপির হাবিলদার মো. তোফায়েল হোসেন বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করে। এদিকে মামলা দায়ের পর পালিয়ে যাওয়া তিনজনকেও কলমাকান্দা থানায় হস্তান্তর করেছে বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবি সদস্যরা দুই ধাপে মোট পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নেত্রকোণা ব্যাটালিয়ান ৩১বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান বলেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশের খবর পেয়ে তাৎক্ষণিক বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে। বিএসএফ আরও তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা মোট পাঁচজনকেই কলমাকান্দা থানায় সোপর্দ করেছি।’

এসএস