নিহতরা হলো পাংশা উপজেলার মৈশালা গ্রামের স্বাধীন এবং কালুখালী উপজেলার ঘিকমলা এলাকার আরিফ।
আরও পড়ুন:
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানায়, পাংশা থেকে দুটি মোটরসাইকেলে চারজন কালুখালীর দিকে আসছিলো। পথে বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। সে সময় পেছনে থাকা অপর মোটরসাইকেলটিও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। পরে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যায়। সে সময় আহত দুজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক ধারণা মোটরসাইকেল দুটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এরপরও তদন্ত করছে পুলিশ। সেই সাথে ঘাতক অজ্ঞাত গাড়ি ও চালকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।