টাঙ্গাইলে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু

টাঙ্গাইল
ট্রাকের ধাক্কায় একজনের মৃত্যু
এখন জনপদে
1

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছে। পরে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সল্লা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় যমুনা সেতু থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত ওই ব্যক্তি একই উপজেলার সল্লা ইউনিয়নের জাবরাজান এলাকার মৃত খবির মিয়া ছেলে জাহাঙ্গীর মিয়া (৬০)।

আরও পড়ুন:

স্থানীয়রা জানান, জাহাঙ্গীর মিয়া প্রতিদিন সকালে কাজের উদ্দেশে বের হয়ে কাজ শেষ করে সন্ধ্যায় বাড়ি ফিরে আসেন। তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুই নম্বর সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন প্রামাণিক।

এসএস