সিলেট থেকে সরাসরি মদিনায় প্রথম হজ ফ্লাইট

সিলেট বিমানবন্দরে হাজযাত্রীরা
জীবনযাপন , ধর্ম
এখন জনপদে
0

সিলেট থেকে মৌসুমের প্রথম হজ ফ্লাইট সরাসরি মদিনার উদ্দেশে যাত্রা শুরু হলো। আজ (বুধবার, ১৪ মে) বিকেল ৫টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে প্রথম পর্যায়ে গেলেন ৪০৮ জন হজযাত্রী। বিগত বছরগুলোর তুলনায় এ বছরের হজযাত্রা আরও সহজ ও নির্বিঘ্ন করতে প্রচেষ্টা অব্যাহত রাখার দাবি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের।

মুসলমানদের অন্যতম ফরজ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিমান। বিকেল সাড়ে ৫ টায় আল্লাহর ঘরের মেহমান হয়ে সিলেট থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে পেরে উচ্ছ্বসিত হজযাত্রীরা। তাদের প্রত্যাশা নিজেদের ফরজ আদায় করে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা শেষে আবারো দেশে ফিরবেন তারা।

হজযাত্রীদের মধ্যে একজন বলেন, ‘সিলেট টু মদিনা। অনেক দিনের আশা এটা আমাদের। রোডে ৪৫০ কিলোমিটার জার্নি করা থেকে সেফ পাইলাম। মদিনাটা আগে শেষ করলাম পরে মক্কা আসলাম। খুব ভালো লাগছে।’

সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর পর থেকে হজযাত্রীরা বেশ স্বাচ্ছন্দ্যে মদিনায় পৌঁছাতে পারছেন বলে জানিয়েছেন সিলেটের বিশিষ্ট ব্যবসায়ীরা। একইসঙ্গে, বিমান কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টার জন্যও ধন্যবাদ জানান তারা।

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ বলেন, ‘সিলেটে কিন্তু সরাসরি মদিনার যে ফ্লাইটটা হচ্ছে এটা সুযোগ। মদিনা থেকে আবার কিন্তু মক্কাতে আসা হবে। মক্কা থেকে কিন্তু আবার সিলেটে সরাসরি ফ্লাইট আছে।’

সিলেট আটাবের সাবেক সভাপতি মোতাহার হোসেন বাবুল বলেন, ‘পাঁচটা ফ্লাইটে সিলেট থেকে প্রায় দুই হাজারের মতো হাজী যাবেন। আজকের ব্যবস্থাপনা খুবই ভালো ছিল। আমরা দোয়া করি সমস্ত হজযাত্রী যেন সুস্থভাবে হজ সম্পন্ন করতে পারেন ‘

এদিকে হজযাত্রা পুরোপুরি নির্বিঘ্ন ও সহজ করতে যথাযথ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। এ বছর পবিত্র হজ পালনের জন্য মোট ২ হাজার ৭শ হজযাত্রী ৪ ধাপে সিলেট থেকে মক্কা ও মদিনার উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানানো হয়।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ বলেন, ‘এই ফ্লাইটে আমরা ৪০৮ জন হাজী নিয়ে মদিনায় পৌঁছে দিবো। এর মধ্যে সিলেট থেকে ৩৫০ জন আর ঢাকা থেকে ৫৮ জন যাবেন।’

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘একটা স্টেশন থেকে সরাসরি যেতে পেরে তারা আনন্দিত ও স্বাচ্ছন্দ্য বোধ করছে। তাদের জন্য ভালো হবে।’

মদিনার উদ্দেশে বাংলাদেশ বিমানের 'বিজি-টু থ্রি সেভেন' ছেড়ে যাওয়ার আগে প্রথম ফ্লাইটের উদ্বোধন উপলক্ষে বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এসময় হজযাত্রীদের উদ্দেশে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।দদ

এসএস