নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ রসুলবাগ এলাকায় মাদক ব্যবসায়ী গাজীর বাড়িতে মঙ্গলবার (১০ জুন) দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় বিপুল পরিমাণ মাদক ও দেশিয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গাজীর মেয়ে লিজা (২৩) ও ভাতিজা বাবুকে (৩৬) আটক করা হয়। আজ (বুধবার, ১১ জুন) যৌথবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় জব্দ করা হয়েছে ৫০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা, ২ পুরিয়া হেরোইন। এ ছাড়াও উদ্ধার করা হয় বেশ কিছু দেশিয় ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইল ফোন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক, ধারালো অস্ত্র ও ২৫টি মোবাইলসহ ২ জনকে আটক করা হয়েছে।