তার বিরুদ্ধে মাদক, ডাকাতির প্রস্তুতিসহ আটটি মামলা রয়েছে। পরে বাবুর বাসায় অভিযান চালিয়ে পুলিশের পোশাক, খেলনা রিভলবার ও নানা ছবি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, তার সহযোগী সিয়াম পালিয়ে গেছে। আসামি স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছিল।
এ ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে। পলাতক আরেক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।