শেরপুরে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল

র‍্যাব হেফাজতে গ্রেপ্তার আসামি বাবুল
এখন জনপদে
অপরাধ
2

শেরপুরের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল মিয়াকে (৩০) মাদক ও দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ (মঙ্গলবার, ১২ আগষ্ট) সকাল ১১টায় শেরপুর সদরের মুন্সিরচরের পশ্চিমপাড়া এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, মাদক ব্যবসায়ী ও দুর্ধর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল মিয়া দীর্ঘদিন থেকে পলাতক ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম মুন্সিরচরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় স্থানীয় গ্রামবাসীর উপস্থিতিতে আসামির বাড়ি তল্লাশি করে দেশিয় বিভিন্ন প্রানঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

এলাকাবাসী জানায়, গ্রেপ্তার আসামি বাবুল দুর্ধর্ষ সন্ত্রাসী, যার নামে দু’টি হত্যা মামলা বিচারাধীন আছে। এছাড়া তার ভয়ে এলাকার জনসাধারণ আতঙ্কিত থাকত। এছাড়া তিনি এ এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করতেন এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত তিনি।

এ বিষয়ে র‍্যাব-১৪ জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।’

এসএইচ