মানিকগঞ্জে পৃথক অভিযানে আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ
গ্রেপ্তারকৃতরা
অপরাধ
0

মানিকগঞ্জের সাটুরিয়ায় পৃথক অভিযানে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম।

এর আগে, গতকাল বুধবার রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও দড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান (৫৫), দড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সোবহান এবং একই ইউনিয়নের সক্রিয় সদস্য ইয়াকুব আলী (৪৫)।

ওসি মো. শাহিনুল ইসলাম জানান, গোলড়া সন্ত্রাসবিরোধী মামলায় মো. আতাউর রহমানকে এবং দড়গ্রাম উচ্চ বিদ্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আব্দুস সোবহান ও ইয়াকুব আলীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

সেজু