বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সিদ্ধিরগঞ্জের ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার নুর ইসলাম ফতুল্লার পাগলা চিতাশাল এলাকার আইজ্জার ছেলে।
মামলার বরাত দিয়ে র্যাব জানায়, শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাতে ফতুল্লার পাগলা চিতাশাল এলাকায় কবির মাস্টারের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির একটি ফ্ল্যাটে মফিজ (৪০) নামে এক ব্যক্তি তার দলবল নিয়ে এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। খবর পেয়ে জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন।
আরও পড়ুন:
র্যাব আরও জানায়, এসময় মফিজ ও তার সহযোগীরা মামুনকে এলোপাতাড়ি মারধর করে এবং এক পর্যায়ে চারতলার ছাদে নিয়ে হত্যার উদ্দেশে নিচে ফেলে দেয়। গুরুতর আহত মামুনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এজাহারনামীয় ৩ নম্বর আসামি নুর ইসলাম। গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।