খুনসহ চাঞ্চল্যকর ডাকাতি মামলার ৮ আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ
গ্রেপ্তার হওয়া আট আসামি
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চাঞ্চল্যকর খুনসহ ডাকাতি মামলার পলাতক প্রধান আসামি ইসমাইল ও তার সহযোগীসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব ৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার এএসপি মাজহারুল হক।

এর আগে গতকাল (রোববার, ৩১ আগস্ট) রাত ১১টার দিকে ঢাকার আশুলিয়া, ধামরাই ও সাভার এলাকায় এক যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-৩ ও সিপিসি-২ এর সমন্বিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন- ইসমাইল (৪০), মো. মাসুদ রানা (২৯), মো. ওবায়দুর (২২), মো. তাওহিদ (১৮), মো. সুমন (২৭), মো. মনু (৪৫), মো. সুরুজ মিয়া (৪৫) ও মো. হাবিবুর রহমান হাবিব (৩২)।

র‌্যাব জানায়, চলতি বছরের গত ১৭ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে সিংগাইর উপজেলার ইসলামনগর এলাকায় ১২ থেকে ১৩ জনের একদল ডাকাত স্থানীয় মহর উদ্দীনের (৭০) বাড়িতে হানা দেয়। তারা গোয়ালঘর থেকে গরু লুটের চেষ্টা করলে পরিবারের সদস্যরা বাঁধা দেন। এসময় ডাকাতরা লোহার রড ও কাঠের লাঠি দিয়ে মহর উদ্দীন ও তার ছেলে নূর মোহাম্মদ বাবুকে (৩০) পিটিয়ে গুরুতর জখম করে।

আরও পড়ুন:

পরে চারটি গরু পিকআপে তুলে নিয়ে যায় ডাকাত দল। গুরুতর আহত মহর উদ্দীন ও তার ছেলেকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মহর উদ্দীনের অবস্থা অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৮ আগস্ট সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের চাচাতো ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আট থেকে দশ জনকে আসামি করে সিংগাইর থানায় খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন। মামলার তদন্তে ইসমাইল ও তার সহযোগীরা জড়িত থাকার প্রমাণ মেলে।

এএসপি মাজহারুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিশেষ অভিযানে ইসমাইলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

এসএস