নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ
আড়াইহাজার থানা, নারায়ণগঞ্জ
এখন জনপদে
অপরাধ
0

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার একটি চকের মধ্যে স্থানীয় লোকজন মরদেহ দেখে পুলিশকে জানালে তারা সেটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, আজ সকাল আনুমানিক ৭টার দিকে আড়াইহাজার থানাধীন মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার একটি চকের মধ্যে স্থানীয় লোকজন একটি মাথাবিহীন ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে উদ্ধারকৃত মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি এবং এর শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

এদিকে অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে কোনো দুষ্কৃতকারী চক্র হত্যা করে মরদেহটি চকের মধ্যে ফেলে রেখে পালিয়ে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এসএইচ