চট্টগ্রামের বিক্রি না হওয়া হাজার হাজার চামড়া যাচ্ছে ডাম্পিংয়ে

চট্টগ্রাম
চট্টগ্রামের বিক্রি না হওয়া হাজার হাজার চামড়ার স্তূপ
এখন জনপদে
অর্থনীতি
0

সড়কে পড়ে আছে হাজার হাজার চামড়া। আতুরার ডিপো, বহদ্দারহাট, চৌমুহনী, নয়ারহাটে এখন বিক্রি না হওয়ায় ফেলে যাওয়া চামড়ার স্তুপ। মূল্যবান চামড়া এখন বর্জ্য ছাড়া আর কিছুই নয়। সকাল থেকে এসব চামড়া পে-লোডার দিয়ে ডাম্প ট্রাকে ভরে নিয়ে যাওয়া হচ্ছে ডাম্পিংয়ে।

গতকাল শনিবার (৭ জুন) থেকে নগরী ও আশপাশের উপজেলা থেকে এখানে চামড়া আনেন মৌসুমী চামড়া ব্যবসায়ীরা। এক একটি চামড়া ৭০০ থেকে ৮০০ টাকায় কিনেন তারা। 

কিন্তু আড়তে আনার পর কোনো চামড়াই ৪০০ টাকার বেশীতে কিনতে রাজি হয়নি। অগত্যা রাগে-ক্ষোভে চামড়া ফেলে রেখে চলে যান তারা। 

ফেলে যাওয়া চামড়ার পরিমান এতই বেশি যে, সকাল থেকে বাড়তি জনবল, যানবাহন আর যন্ত্রপাতি নিয়োগ করে চট্টগ্রাম সিটি করপোরেশন। 

কর্মকর্তারা বলছেন, নগরীর বাইরে থেকে চামড়া শহরে ঢুকে পড়ায় রাতে দাম পড়ে যায়। 

কেন এতো হাজার হাজার চামড়ার ভাগাড়ে স্থান হলো চট্টগ্রামে? আড়তদাররা জানান, চট্টগ্রামে এ বছর শ্রমিক সংকট চামড়া নষ্ট হওয়ার বড় কারণ। 

তাছাড়া চট্টগ্রামে ট্যানারি মাত্র একটি, যেখানে সংগৃহীত ৪ থেকে ৫ লাখ চামড়া প্রক্রিায়াজাত করা সম্ভব নয়। এসব চামড়া ঢাকায় পাঠালেও, লাখ লাখ টাকা বাকি থেকে যায়। 

লোকসানের কারণে গত এক দশকে শতাধিক আড়তদার থেকে কমতে কমতে এখন ঠেকেছে ২০ থেকে ২৫ জনে। এতো চামড়া মজুদ করার সামর্থ্য নেই তাদের। সব মিলিয়ে চামড়া এখন বর্জ্য।

বলা যায়, দশকের পর দশক অবহেলায় চট্টগ্রামে চামড়া শিল্প এখন মৃতপ্রায় অবস্থায়। তারই প্রতিফলন হয়েছে এবারের কোরবানির ঈদে। প্রশ্ন হচ্ছে, সরকার বা প্রশাসন কি এ অব্যবস্থাপনার দায় এড়াতে পারে?

এসএইচ