যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার শেষ দিনে কিছু বিষয়ে দু’দেশ একমত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে শুল্ক আলোচনার বৈঠক
অর্থনীতি
0

মার্কিন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় ও শেষ দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আরও কিছু বিষয়ে দুই দেশ একমত হলেও এখনো কিছু চূড়ান্ত হয়নি। এখনো অমীমাংসিত রয়ে গেছে কিছু বিষয়। ৩ দিনের এ আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৮ মিনিটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুকে এক পোস্টে এসব বিষয় জানানো হয়।

ওই পোস্টে জানানো হয়, বেশ কিছু বিষয়ে দুই দেশের মধ্যে মতৈক্য হলেও অন্যান্য বিষয়গুলো অমীমাংসিত রয়ে গেছে। এর ফলে দুই দফা আলোচনা করেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি বাংলাদেশ।

তবে এখনও বেশ কিছু বিষয় অমীমাংসিত থাকায় নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরপর আবারও বৈঠক করবেন দুই দেশের প্রতিনিধিরা। এ আলোচনা ভার্চুয়ালি বা সামনাসামনিও হতে পারে বলে জানা গেছে। দ্রুত এই আলোচনার তারিখও প্রকাশ করা হবে।

৩ দিনের আলোচনার প্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে, নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে।

এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। ভার্চুয়ালি আরও কয়েকজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা যোগ দেন।

ইএ