আমদানি ও রপ্তানি শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে বাজেট প্রস্তাব

আমদানি ও রপ্তানি শুল্ক কাঠামো বাজেট
আমদানি-রপ্তানি , বাজেট
অর্থনীতি
1

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৬ স্তর বিশিষ্ট আমদানি ও রপ্তানি শুল্ক কাঠামো পুনর্বিন্যাস করে একটি নতুন স্তর (৩ শতাংশ) যুক্ত করার প্রস্তাব করে বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট উপস্থাপনে তিনি বলেন, ‘আমদানি পর্যায়ে ১২ স্তর বিশিষ্ট সম্পূরক শুল্কহারের পাশাপাশি নতুন একটি সম্পূরক শুল্কহার ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।’ আজ (সোমবার, ২ জুন) বিকেল ৩টায় বিটিভিতে জাতির উদ্দেশে বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, নিত্য প্রয়োজনীয় পণ্য, প্রধান প্রধান খাদ্যদ্রব্য, সার, বীজ, জীবন রক্ষাকারী ওষুধ এবং তুলাসহ আরো কতিপয় শিল্পের কাঁচামালের ক্ষেত্রে শূন্য শুল্ক হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হচ্ছে।

শুল্ক-কর যৌক্তিকীকরণে বাজেট

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আমদানি পণ্যের শুল্ক-কর হার পর্যায়ক্রমে হ্রাস করা এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার, ৬৫টি পণ্যের আমদানি শুল্ক হ্রাস, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক সম্পূর্ণরূপে প্রত্যাহার এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে।

আরো পড়ুন:

ট্যারিফ ও ন্যূনতম মূল্য যৌক্তিকীকরণ বাজেট

বর্তমানে ন্যূনতম ও ট্যারিফ মূল্য পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে বিদ্যমান সকল ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। একই সাথে ৮৪টি পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার এবং ২৩টি পণ্যের ন্যূনতম মূল্য বৃদ্ধি করে শুল্ক মূল্য যৌক্তিক করার প্রস্তাব করা হয়েছে এ বাজেটে।

নিত্যপ্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় পণ্যের শুল্ক-কর হ্রাস

পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে অপরিশোধিত এবং পরিশোধিত উভয় ধরনের পেট্রোলিয়াম আমদানিতে শুল্ক-কর হার হ্রাস করা হয়েছে। এ সকল পণ্যের ট্যারিফ মূল্য প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এছাড়া পরিশোধিত চিনির আমদানি শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে।

আরো পড়ুন:

শিল্প খাতে সহায়তা এবং ন্যায়সঙ্গত প্রতিরক্ষণ প্রদান

শিল্পখাতে প্রণোদনা প্রদানের অংশ হিসেবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য ক্লোরিনেটেড প্যারাফিন ওয়াক্স, সিল্ড ব্যাটারি, পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার, ব্যাটারির সেপারেটর, লিফটের যন্ত্রাংশ এবং এলইডি বাতির যন্ত্রাংশসহ কতিপয় পণ্যের আমদানি শুল্ক বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

ওষুধ শিল্পে বাজেট

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ক্যান্সার প্রতিরোধক ওষুধসহ সকল ধরনের ওষুধ শিল্পের কাঁচামাল আমদানি এবং এপিআই তৈরির কাঁচামাল আমদানিতে শুল্ক-কর অব্যাহতি সুবিধা সম্প্রসারণের প্রস্তাব করা হয়েছে।

কৃষিতে বাজেট

কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকে উৎসাহিত করতে কম্বাইন হারভেস্টার তৈরির যন্ত্রাংশ আমদানিতে শুল্ক হ্রাস কার হচ্ছে।

পরিবহন খাতে বাজেট

আরো পড়ুন:

টায়ার উৎপাদনে ব্যবহার্য উপকরণের শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে এই বাজেটে। এ ছাড়া ১৬-৪০ আসন বিশিষ্ট বাস এবং ১০-১৫ আসন বিশিষ্ট মাইক্রোবাসের শুল্ক-কর হ্রাসের প্রস্তাবও রয়েছে বাজেটে।

বন্ড ব্যবস্থাপনার আধুনিকায়ন

২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বন্ড ব্যবস্থাকে সহজীকরণ ও ব্যবসাবান্ধব করার উদ্দেশ্যে ‘সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউজ’ ও ‘ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউজ’ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।

কাস্টমস আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজন বাজেট প্রস্তাব

কাস্টমস আইন, ২০২৩ আরো যুগোপযোগী ও কার্যকর করার লক্ষে পরিমার্জন ও সংযোজনের প্রস্তাব করা হয়েছে।

আমদানিকৃত পণ্য চালানের মূল্য এবং শুল্ক ফাঁকির পরিমাণ ২ হাজার টাকার কম হলে শুল্ক কর বা অতিরিক্ত শুল্ক কর আরোপ করা হয় না। উভয় ক্ষেত্রেই এই সীমা ৪ হাজার টাকা করা হয়েছে।

আরো পড়ুন:

বিলম্বে শুল্ক পরিশোধের ক্ষেত্রে বিদ্যমান সুদের হার এবং সুদ আরোপের সর্বোচ্চ সময়সীমা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর সাথে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।

আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধান লঙ্ঘন এবং কার্গো ঘোষণা দাখিলে ভুল/ত্রুটির ক্ষেত্রে আরোপযোগ্য জরিমানার হার কমানো হয়েছে।

আরো পড়ুন:

স্বাস্থ্য, পরিবেশ এবং শিশু কল্যাণ বাজেট

দেশে উন্নত চিকিৎসা নিশ্চিত করণের লক্ষ্যে রেফারেল হাসপাতালসমূহের পাশাপাশি ৫০ শয্যার অধিক সকল হাসপাতাল স্থাপনের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর হ্রাসের প্রস্তাব করা হয়েছে এই বাজেটে।

স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে।

সেজু