রাকসুর নতুন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম

রাজশাহী
নতুন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম
ক্যাম্পাস
শিক্ষা
0

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এফ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ (শনিবার, ২৩ আগস্ট) রাতে ৯টায় উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব তাকে এ পদে নিয়োগ দেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অধ্যাপক এফ নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি শুন্য হওয়া কমিশনার পদে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক পারভেজ আজহারুল হককে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে আজ বিকেলে সাবেক প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। গত বুধবার (২০ আগস্ট) তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য পদে নিয়োগপ্রাপ্ত হন।


এএইচ