ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৩

একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৮৮২
স্বাস্থ্য
0

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে একদিনে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬৩ জন। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা (দক্ষিণ সিটি করপোরেশন) এ দু’জন এবং চট্টগ্রামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩০ জনে।

আরও পড়ুন:

এছাড়াও সবশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। এছাড়া বরিশাল বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনায় ১৬ জন, ময়মনসিংহে ১০, রাজশাহীতে ১৬ ও সিলেট বিভাগে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন মোট ৩১ হাজার ৬৩১ জন।

এফএস