ডেঙ্গুতে একদিনে সর্বাধিক ৬ মৃত্যু

এডিস মশার ছবি
স্বাস্থ্য
0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এটি এ বছর একদিনে সর্বাধিক ডেঙ্গু রোগীর মৃত্যু। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিনজন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ বিভাগ ও রাজশাহী বিভাগের একজন করে ডেঙ্গুতে মারা গেছেন।

আরও পড়ুন:

এনিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৪৫ জন ডেঙ্গুতে মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬২ জনে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৭৯২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। যাদের মধ্যে ১ হাজার ৪৬ জন ঢাকার বাইরের।

এফএস