মার্কিন তেলের প্রধান চুক্তি ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭২ দশমিক ২৯ ডলারে লেনদেন হয়েছে। যেখানে ব্রেন্ট নর্থ সি অপরিশোধিত তেল ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ২৯ ডলারে লেনদেন হয়েছে।
আরো পড়ুন:
অপরদিকে, ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের মারাত্মক হামলায় মূল তেল শোধনাগার এবং জ্বালানি ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং এসব ডিপোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
আরো পড়ুন:
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘দেশের পরিশোধনাগার এবং তেল ডিপোগুলোর কোনো ক্ষতি হয়নি এবং বর্তমানে দেশের সমস্ত অংশে এই স্থাপনাগুলোর কার্যক্রম এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলছে।’