ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ইঙ্গিত ট্রাম্পের

ন্যাটো সামিটের সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক বাণিজ্য
0

ইারান-ইসরাইল যুদ্ধবিরতির পর এবার ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৫ জুন) ন্যাটো সামিটে এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন তিনি।

ইরানের পুনর্গঠনের উদ্দেশে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার কথা বলেন ট্রাম্প। তবে এ বিষয়ে হোয়াইট হাউস এখনো আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত জানায়নি। 

এর একদিন আগে চীনকে ইরানের কাছ থেকে তেল কেনার বিষয়ে পরামর্শ দেন ট্রাম্প। চীনের সঙ্গে ইরানের তেল বাণিজ্যের মধ্য দিয়ে দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়বে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

এসএইচ