যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের কথা ভেবেই বিভিন্ন দেশের ওপর শুল্কারোপের হুমকি দিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্য বিশ্ববাজারে তুলে ধরতে এবং যুক্তরাষ্ট্রে বিদেশি পণ্যের কদর কমাতে এই পথে হাঁটছেন তিনি। বিশ্বের ৬০টির বেশি দেশের ওপর উচ্চহারে শুল্কারোপের ঘোষণায় অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। যার তাৎক্ষণিক প্রভাব পড়েছে শেয়ার বাজার ও মার্কিন ডলারে।
১৯৭৩ সালের পর চলতি বছরে মার্কিন ডলারের মান সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। দীর্ঘদিন বৈশ্বিক বিনিয়োগের নিরাপদ গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র। বিনিয়োগকারীরা এখন ধীরে ধীরে ডলার ও যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদের বিকল্প খুঁজছেন। যা ভোগাচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকেও। দেশটির বিপুল ঋণ এবং মুদ্রাস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে মার্কিন জনগণ। বিশ্লেষকরা বলছেন, উচ্চহারে শুল্কারোপে বৈশ্বিক মন্দা দেখা দেবে।
শুল্ক ও বাণিজ্য নিয়ে বিভিন্ন দেশকে চিঠি দিয়েছে ট্রাম্প প্রশাসন। আগামী ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে না আসলে ধার্য করা হবে উচ্চ শুল্ক। ট্রাম্পের এমন ঘোষণার ঘণ্টাখানেক পরই মার্কিন শেয়ার বাজারে বড় ধরনের পতন দেখা দেয়। প্রধান তিনটি সূচকই নিম্নমুখী।
বিনিয়োগ কৌশলবিদ রস মেফিল্ড বলেন, ‘বেশকিছু কোম্পানির শেয়ার দর সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাণিজ্য চুক্তি ও শুল্কারোপ নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। চূড়ান্ত বাণিজ্য চুক্তি এবং শুল্কের মাত্রা কেমন হবে তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্বেগ থেকেই যাবে।’
বিরূপ প্রভাব পড়েছে ইউরোপের শেয়ার বাজারেও। শুল্ক স্থগিতের সময়সীমা যতই ঘনিয়ে আসছে ততই অনিশ্চয়তা তৈরি হচ্ছে বিনিয়োগকারীদের মধ্যে।
তবে কিছুটা গতি ফিরেছে এশিয়ার শেয়ার বাজারে। বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক নিয়ে আলোচনার সুযোগ রয়েছে বলে এশিয়ার শেয়ার বাজারে এখনো চাঙা ভাব রয়েছে।
জাপানের ওপর ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণায় উদ্বিগ্ন টোকিওর বাসিন্দারা। তবে আলোচনার মাধ্যমে দুই দেশে একটি সুবিধাজনক অবস্থানে আসবে বলে আশা তাদের।
ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশগুলোর ওপর কী হারে শুল্ক প্রযোজ্য হবে, তা এখনও স্পষ্ট নয়। যদি তাদের ওপর আরোপিত শুল্ক হার বাংলাদেশের তুলনায় কম হয় তবে প্রতিযোগিতামূলক বাজারে অনেকটা পিছিয়ে পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। এতে বিরূপ প্রভাব পড়তে পারে দেশের গার্মেন্টস শিল্পে।