সেজন্য আগামীকাল (শুক্রবার, ৩১ জুলাই) দিনটি যুক্তরাষ্ট্রের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন হিসেবেও উল্লেখ করেছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুদিন ধরে আলোচনাধীন বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয়, তাহলে ভারতের পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত করা হবে বলে হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক কমানোর লক্ষ্যে দ্বিতীয় দফায় আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশও।
এরইমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, জাপান, ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করেছেন ট্রাম্প।
এদিকে চীনের সঙ্গে বৈঠকে শুল্কচুক্তি না হলেও শুল্কবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাম্পই জানাবেন বলে জানিয়েছেন তারা। অন্যান্য দেশগুলো এখনও বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি।