লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের মহাসড়ক অবরোধ

লস অ্যাঞ্জেলেসের মহাসড়ক ‘ওয়ান জিরো ওয়ান ফ্রিওয়ে’ অবরোধ
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মহাসড়ক ‘ওয়ান জিরো ওয়ান ফ্রিওয়ে’ অবরোধ করেছেন অভিবাসনবিরোধী বিক্ষোভকারীরা। তাদের দমাতে কাঁদুনে গ্যাস ও লাঠিপেটা করেছে দেশটির ন্যাশনাল গার্ড সদস্যরা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লস অ্যাঞ্জেলেসের আইনশৃঙ্খলা রক্ষার লক্ষ্যেই সেনাদের মোতায়েন করা হয়েছে।ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রতি ক্ষোভ জানিয়ে অবিলম্বে সেনা প্রত্যাহারের আহ্বান জানান ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম। 

অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করার প্রতিবাদে গেলো শুক্রবার (৬ জুন) থেকে বিক্ষোভ করছে শত শত মানুষ। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন।

এসএইচ