ইরানে ইসরাইলি হামলার বিষয়ে আগে থেকেই জানতাম: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প, ইরানের পতাকা
বিদেশে এখন
0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইসরাইলের হামলা চালানোর বিষয়ে আগে থেকেই তিনি জানতেন। এ সময় ট্রাম্প জোর দিয়ে বলেন, 'তেহরানকে পারমাণবিক বোমা রাখতে দেয়া যাবে না।' আজ (শুক্রবার, ১৩ জুন) ফক্স নিউজকে এ কথা জানান তিনি।

ট্রাম্প বলেন, 'ইরান কোনোভাবেই পারমাণবিক বোমা পেতে পারে না। আমরা আবারো আলোচনার টেবিলে ফিরতে চাই। দেখা যাক কী হয়।'

আরো পড়ুন:

এর আগে আজ ভোরে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের এলাকায় অবস্থিত সামরিক ও পারমাণবিক স্থাপনায় একাধিক বিমান হামলা চালায় ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগেই রেকর্ড করে রাখা একটি ভিডিও বার্তায় এসব হামলার কথা নিশ্চিত করেন।

সেজু