ইসরাইল ফের অভিযান চালালে ‘তীব্র’ হামলার হুমকি দিয়েছে ইরান। গতকাল (শনিবার) রাতে ইসরাইলে হামলা শুরু করার কিছুক্ষণ পর এক বিবৃতি প্রকাশ করে ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার বিবিসি এ খবর জানিয়েছে।
আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করে, যেসব ইসরাইলি স্থাপনা ‘ফাইটার জেটের জ্বালানি তৈরি ও সরবরাহের’ সঙ্গে জড়িত, সেসব স্থাপনায় শনিবার রাতে হামলা চালানো হয়েছে।
আরো পড়ুন:
আইআরজিসি তাদের বিবৃতিতে আরো জানিয়েছে যে, ইসরাইলের হামলা অব্যাহত থাকলে ইরান আরো ‘তীব্র’ হামলা করবে। ওই বিবৃতিতে আইআরজিসি উল্লেখ করে, ইরান তিনটি ক্রুজ মিসাইল, ১০টি ড্রোন ও বেশ কিছু মাইক্রো ইউএভি নিষ্ক্রিয় করেছে।
গতকাল রাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। শনিবার মধ্যরাত ও রোববার ভোরে কয়েক দফা হামলায় ইসরাইলে ব্যাপক হতাহতের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরানের হামলার পর ৩৫ ইসরাইলির সন্ধান মিলছে না।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দেশটির বাট ইয়াম শহরে একটি আবাসিক ভবনে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকেই তাদের খোঁজ মিলছে না।