জি-৭ সম্মেলনে প্রধান ইস্যু ইরান-ইসরাইল সংঘাত

জি-৭ সম্মেলন
বিদেশে এখন
0

কানাডার রকি পর্বতে শুরু হওয়া জি-সেভেন সম্মেলনে প্রধান ইস্যু হয়ে উঠেছে চলমান ইরান-ইসরাইল সংঘাত। এ ছাড়া, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মার্কিন শুল্কনীতি নিয়েও আলোচনা করবেন বিশ্বের ৭ শীর্ষ অর্থনৈতিক শক্তির রাষ্ট্রপ্রধানরা।

তিন দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে কানাডায় পৌঁছেছেন ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নেতারা।

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত বিস্তৃত হওয়া উদ্বিগ্ন নেতারা।

সংঘাত নিরসনে জোরালো আলোচনা করবেন তারা। জি-সেভেনভুক্ত দেশ না হলেও এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানাবে দেশটি। এ ছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক নিয়েও আলোচনা হবে সম্মেলনে।

২০১৮ সালে জি-৭ সম্মেলন থেকে বেরিয়ে গিয়েছিলেন ট্রাম্প। এবার যেন তার পুনরাবৃত্তি না ঘটে সেটিই প্রত্যাশা সবার।

সেজু