ইরান-ইসরাইল সংঘাত: অব্যাহত হামলা-পাল্টা হামলা, যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের

ইসরাইলি হামলায় ইরানের তেল শোধনাগার থেকে ধোঁয়ার কুণ্ডলী
বিদেশে এখন
0

অব্যাহত রয়েছে ইরান ও ইসরাইলের মধ্যে চলা সংঘাত। গতকাল বুধবার (১৮ জুন) রাতেও থেমে ছিল ইরান-ইসরাইল হামলা-পাল্টা হামলার ঘটনা। ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান। যদিও ইরানের পাঠানো এ ক্ষেপণাস্ত্রগুলো ভূ-পাতিতের দাবি তেল আবিবের।

অপরদিকে ইরানের নিরাপত্তা সংস্থায় হামলার দাবি ইসরাইলের। এ ছাড়াও দেশটির খারাজ ও পেয়াম বিমানবন্দরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। 

এ পরিস্থিতিতে ইরান ও ইসরাইলে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহসচিব আন্তনিও গুতেরেস। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন তার মুখপাত্র স্টিফেন দুজারিক। 

এ ছাড়াও রাশিয়া, ইরান, পাকিস্তান ও চীনের অনুরোধে শুক্রবার (২০ জুন) ইরান-ইসরাইল ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশন হওয়ার কথা রয়েছে। এদিকে দু’পক্ষকেই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসএইচ