বিবিসি জানিয়েছে, ল্যামি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিকে ‘বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করে বলেছেন, তারা পারমাণবিক সমস্যার ‘দীর্ঘমেয়াদী সমাধানের পথ’ নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে।
রুবিওর মুখপাত্রও নিশ্চিত করেছেন যে, দুই মন্ত্রী এই ইস্যুতে একমত হয়েছেন।
এর আগে, হোয়াইট হাউজ জানিয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা বিষয়ে সিদ্ধান্ত নেবেন।