তিনি জানান, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে।'
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।
এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখনো পর্যন্ত তেহরান যুদ্ধবিরতিতে রাজি হয়নি। ইসরাইল যদি ইরানে হামলা বন্ধ করে, তবে তেহরান আক্রমণ বন্ধ করবে- এমনটাই বলছে ইরান।