হুন্দাইয়ের কারখানা থেকে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার কর্মীদের ফেরত নেবে সিওল

হুন্দাই কারখানায় অভিযান
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রে হুন্দাইয়ের কারখানা থেকে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার কর্মীদের ফেরত নিবে সিওল। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, কর্মীদের ফেরত নিতে কাজ শুরু হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে একটি চার্টার বিমানে করে তাদের দেশে ফেরত আনা হবে। এদিকে হুন্দাইয়ের কারখানায় অভিযান ও গ্রেপ্তারে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশি কোম্পানিগুলোকে মার্কিন অভিবাসন আইনকে সম্মান জানানোরও আহ্বান ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের জর্জিয়াতে হুন্দাইয়ের কোম্পানিতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের অভিযান ও গ্রেপ্তারের পর নড়েচড়ে বসেছে সাউথ কোরিয়া। ট্রাম্প প্রশাসনের বিদেশি কারখানায় অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণায় উদ্বেগ আরও বেড়েছে। রোববার কোরিয়ান প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, তারা যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার কোরিয়ান কর্মীদের ফেরত নিতে কাজ শুরু করেছে। এরইমধ্যে এ ব্যাপারে আলোচনাও শেষ হয়েছে।

গ্রেপ্তার হওয়া তিনশ’ কর্মীর মুক্তির ব্যাপারে প্রশাসনিক সব কাজ শেষ হলে কোরিয়া থেকে একটি চার্টার বিমান পাঠানো হবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ কাং হুন সিক বলেন, ‘গ্রেপ্তার হওয়া কর্মীদের মুক্তির ব্যাপারে মন্ত্রী, বিজনেস গ্রুপ ও কোম্পানিকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এখন শুধু প্রশাসনিক প্রক্রিয়া বাকি। এটি শেষ হলে, একটি চার্টার বিমান পাঠিয়ে তাদেরকে দেশে নিয়ে আসা হবে।’

এ ধরনের ঘটনা এড়াতে ভবিষ্যতে কোরিয়ান সরকার যুক্তরাষ্ট্রে কর্মী পাঠানোর আগে আরও উন্নত ভিসা প্রক্রিয়া নিয়ে কাজ করবে বলে জানিয়েছে সিওল।

এদিকে, হুন্দাইয়ের কারখানায় অভিযান ও গ্রেপ্তারে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুন্দাইয়ের ঘটনার পর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করা বিদেশি কোম্পানিগুলোকে দেশটির অভিবাসন আইনকে সম্মান জানানোর আহ্বান জানান ট্রাম্প।

আরও পড়ুন:

রোববার ম্যারিল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পরিস্থিতি পর্যবেক্ষণের কথা জানান ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জর্জিয়াতে যা হয়েছে তা খুবই ইন্টারেস্টিং। আমরা গতকাল এটি শুনেছি। আইস ঠিক কাজ করেছে, কারণ তারা অবৈধ ছিল। আমরা এমন কিছু করতে চাই, যার মাধ্যমে অভিজ্ঞদের এখানে এনে আমাদের নাগরিকদের প্রশিক্ষণ দিতে পারি। এভাবে আমরা নিজেরাই এগুলো তৈরি করতে পারবো।’

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক বেশ ভালো। সত্যিকার অর্থেই ভালো সম্পর্ক। আমরা জানেন আমরা সম্প্রতি একটি বাণিজ্য চুক্তি করেছি। কিন্তু আমি এ বিষয়টি পর্যবেক্ষণ করছি। কারণ আমি বুঝতে চাই, তারা আসলে কী বলতে চায়।’

বৃহস্পতিবার জর্জিয়ায় হুন্দাইয়ের একটি ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে চার শতাধিক কর্মীকে গ্রেপ্তার করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট (আইস)। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক।

ইএ