এসময় ট্রাম্প বলেন, সদস্য দেশগুলো নিজেদের প্রতিরক্ষায় ন্যাটোতে ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ পর্যন্ত অর্থ প্রদান করছে। আগে তারা ২ শতাংশ অর্থও নিয়মিতভাবে দিচ্ছিল না। এর মধ্য দিয়ে বছরে এক ট্রিলিয়ন ডলারের বেশি অর্থের যোগান হবে ন্যাটোতে। শুধু তাই না, সামরিক এই জোটে যুক্তরাষ্ট্রের অধিপত্য আরও বাড়বে।’
গেলো শনিবার (১২ জুলাই) ফক্স নিজের ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ অনুষ্ঠানে শুল্কনীতি নিয়েও কথা বলেন তিনি।
তার মতে, বিভিন্ন দেশের ওপর শুল্কারোপে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আরও শক্তিশালী অবস্থানে যাবে।
ট্রাম্পের অভিযোগ, বেশ কয়েকটি দেশ ৩০ থেকে ৪০ বছর যাবৎ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায় করেছে। এখন তাদের ওপর শুল্ক ধার্য করায় তারা বেশ বিরক্ত।