ইরান-ইসরাইলের ১২ দিনের সংঘাত আর যুক্তরাষ্ট্রের ইরানের পরমাণু কেন্দ্রে হামলার প্রায় একমাস পর আবারও ইরানের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানালো দেশটি।
ফক্স নিউজে সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘এটা বন্ধ আছে। কারণ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু আমরা পারমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে অবশ্যই বের হয়ে আসবো না।’
পরমাণু কর্মসূচি ইরানের জাতীয় গৌরবের বিষয় বলেও উল্লেখ করেন আরাগচি।
আব্বাস আরাগচি বলেন, ‘আমাদের পরমাণু কর্মসূচি বাইরের কোনো দেশ থেকে আমদানি হয়নি যে বোমা হামলায় সবকিছু শেষ হয়ে গেছে। এটি আমাদের নিজস্ব। প্রযুক্তি, বিজ্ঞানী সবই আমাদের। যারা এটি পরিচালনা করতো তারা এখানেই আছে। ভবন, যন্ত্রপাতি পুণরায় তৈরি করা সম্ভব কারণ এগুলো আমাদেরই প্রযুক্তি।’
ইরানের কর্মসূচি সবসময় শান্তিপূর্ণ ছিল বলে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং এটি ভবিষ্যতেও এমনই থাকবে। ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না। এটি আমরা যেকোনো উপায়ে প্রমাণ করতে চাই। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হোক।’
এদিকে পরমাণু ইস্যু নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে ইরানের সঙ্গে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির নতুন করে আলোচনা শুরু হবে শুক্রবার— সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি জানান, এটি দেশগুলোর উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের উপ-পরারাষ্ট্রনীতি বিষয়ক প্রধানও উপস্থিত থাকবেন।
ইসমাইল বাঘাই জানান, ওই বৈঠকে আলোচনার মূল বিষয় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া ও দেশটির পরমাণু কর্মসূচি। সেখানে ইরান নিজ দেশের জনগণের নিরাপত্তার জন্য তাদের কী করা দরকার তা অবশ্যই গুরুত্বের সঙ্গে তুলে ধরবে।
২০১৫ সালের পরমাণু চুক্তিতে থাকার পরও ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি ইরানের পরমাণু কেন্দ্রে সাম্প্রতিক হামলার পর চুপ থাকায় সমালোচনা করেন তিনি।